আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুইজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
আদমদীঘির সান্তাহারে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সান্তাহার ঘোড়াঘাট গ্রামীণ ফুডস্-এর দোকানের সামনে থেকে একজনকে ও তা স্বীকারোক্তিতে আরো একজনকে গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়ার হেলাল হোসেন মোল্লার ছেলে রিফাত ওরফে রিপন (২৩) ও সান্তাহার স্টেশন কলোনীর রাজু আহমেদের ছেলে জোবায়ের ইসলাম জিম ওরফে শাকিল আহমেদ (২০)। এ ঘটনায় আদমদীঘি থানায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামের অলিয়ার রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। বর্তমানে সে সান্তাহার সিভিল চাবাগান এলাকায় জনৈক নওশাদের বাসায় ভাড়া থাকেন।
মামলা সুত্রে জানাযায়, গত ১৩ ডিসেম্বর দুপুরে বাদি অলিয়ার রহমানের সান্তাহার সিভিল চাবাগান ভাড়া বাসার সামনে থেকে তার ব্যবহৃত বগুড়া-হ- ১৮-০৫৮৬ নম্বর হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি যায়। সান্তাহার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ওই দিন বিকেলে ঘোড়াঘাট গ্রামীণ ফুডস্-এর দোকানের সামনে থেকে রিফাত ওরফে রিপনকে ও পরে সান্তাহার জোড়াপুকুর এলাকা থেকে জোবায়ের ইসলাম জিম ওরফে শাকিল আহমেদকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে সন্ধ্যায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এই চক্রের সাথে অপর জড়িতরা পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান।