চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চলতি মৌসুমে পাবনার চাটমোহর প্রায় ১২ হাজার ২৮৪ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষমাত্রা অর্জনে কাজ করছে কৃষি বিভাগ। ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৫,৫০০ কৃষককে বীনামূল্যে সার ও বীজ সরবরাহ করেছে চাটমোহর কৃষি অফিস। প্রনোদনার সার বীজ পাননি এমন অনেক কৃষকও সরিষা আবাদ করছেন।
চাটমোহর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহরে ৮,৩০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হেক্টর প্রতি সম্ভাব্য গড় ফলন ধরা হয়েছে এক দশমিক আটচল্লিশ (১.৪৮) মেট্রিক টন।
সরেজমিন কিছু মাঠ পরিদর্শনকালে দেখা গেছে, উঁচু জমি গুলোতে ইতিমধ্যেই ফুল ধরতে শুরু করেছে। নিচু জমিতে অনেকে এখনও সরিষা বীজ বপন করছেন। কৃষকদের সাথে আলাপ কালে জানা যায়, আগামি কয়েক দিনের মধ্যে সরিষা বপনের কাজ শেষ হয়ে যাবে।
চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের কৃষক ইয়ার মাহমুদ জানান, বর্তমান সময়ে অনেক ভাল জাতের সরিষা চাষ হচ্ছে। এক বিঘা জমিতে সরিষা চাষে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়। যারা জমি চাষ করে সরিষার আবাদ করেছেন তাদের খরচ কিছু বেশি হচ্ছে। বিঘা প্রতি ৫ থেকে ৬ মন হারে ফলন পাওয়া যায়। বর্তমান প্রতি মন সরিষার বাজার মূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা। নতুন সরিষা যখন বাজারে ওঠে তখন দাম কমে যায়। কৃষক বিঘা প্রতি প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা লাভ করতে পারেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, চাটমোহরে সাধারণত উচ্চফলনশীল বারী-৯, ১৪, ১৫, ১৭, ১৮ ও বীনা- ৪, ১১সহ স্থানীয় জাতের সরিষা চাষ হয়। ভোজ্য তেল জাতীয় এ ফসলটির আবাদ সম্প্রসারণে কৃষি অফিস কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। আবহাওয়া সরিষা চাষের অনুকূলে থাকলে কৃষক কাঙ্খিত ফলন পাবেন। বর্তমান বাজারে সরিষার দাম ও বেশ ভাল। আশা করছি সরিষা চাষীরা লাভবান হবেন।