ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে বলিউডের কাপুর পরিবার।
পরিবারের সদস্যরা পৃথকভাবে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকের প্রশ্ন, হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন তারা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৌরাণিক, ইতিহাস নির্ভর, দেবদেবী নির্ভর ভারতীয় সিনেমাকে প্রথম প্রাপ্তবয়স্ক করে গড়ে তুলে আন্তর্জাতিক মানে রূপ দেন রাজ কাপুর। এ প্রজন্ম তাকে রণবীর কাপুর, কারিনা কাপুরের দাদু বলেই চেনেন।
সেই ‘দাদু’র ১০০ বছর জন্মবার্ষিকীতে আয়োজিত আরকে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মুম্বাই থেকে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।
এসময় ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খান, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং স্বামী মনোজ জৈন, তাদের ছেলে আরমান।
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি সিনেমা হলে।
কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুরের তৈরি আরকে ফিল্মস, ফিল্ম হেরিটেড ফাউন্ডেশন, এনএফডিসি এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া যৌথভাবে এই রাজ কাপুর সিনেমা উৎসবের আয়োজন করেছে।
উৎসবের থিম নাম দেওয়া হয়েছে- সেলিব্রেটিং দ্য সেন্টেনারি অফ দি গ্রেটেস্ট শোম্যান। সিনেমাগুলো দেখানো হবে পিভিআর-আইনক্স এবং সিনেপলিসে।