ওয়ানডেতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টিতে ঠিক তার উল্টো চিত্র দেখলো বাংলার মেয়েরা। দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল স্বাগতিকরা। তৃতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার (৯ ডিসেম্বর) সিলেটে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেনি টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সোবহানা মোস্তারি ৪৩ বলে ৪৫ ও শারমিন আক্তার ৩৩ বলে ৩৪ রান করেন।
১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান সংগ্রহ করেন দুই ওপেনার এমি হান্টার ও গ্যাবি লুইস। এমি ২৪ বলে ২৮ ও গ্যাবি ২৪ বলে ২১ রান করে আউট হন।
মাঝে আইরিশদের দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। তবে লউরা ডিলানির অপরাজিত ৩১ বলে ৩৬ রানে ভর করে ১ বল হাতে রেকে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন ২টি উইকেট।