আদমদীঘিতে দুইজন মাদককারবারি গ্রেপ্তার, গাঁজা ও টাকা উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত রোববার (৭ ডিসেম্বর) রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকার শাহ আলমের ডাবের দোকানের নিকট ও তালশন ভুমি অফিসের সামনে থেকে ২১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন গ্রামের আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও তালশন কালীবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে তারেক হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত রোববার রাতে আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে ২১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। এদের মধ্যে বিক্রির সময় রফিকুল ইসলামের নিকট থেকে ১১০ গ্রাম গাঁজা ও ১ হাজার ১৫০ টাকা এবং তারেক হোসেনের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে াাদালতে পাঠানো হয়েছে।