সিংড়ায় মেয়েকে কুপিয়ে হত্যা করল সৎ মা পিতার বিষপানে আত্মহত্যার চেষ্টা

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় হাওয়া খাতুন (৮) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সৎ মা নুপুর বেগম এর বিরুদ্ধে এই হত্যার অভিযোগ এনে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কুপিয়ে হত্যার পর মেয়ের লাশ পুকুরের পানিতে ফেলে দেয়া হলে সেখান থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ৮ টায় উপজেলার দীঘল গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র শিশুটির পিতা হাফিজুল ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টার করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নাটোর সদরের গোকুল নগর গ্রামের দিন মজুর হাফিজুল ইসলাম তার মেয়ে হাওয়া খাতুন ও দ্বিতীয় স্ত্রী নুপুর বেগম কে নিয়ে সিংড়া উপজেলার দীঘল গ্রামের জনৈক নজরুল ইসলামের পুকুর পাহারা দেয়ার জন্য পুকুর পাড়ে বসবাস করত। সোমবার সকালে মেয়ে কে কুপিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেন সৎ মা নুপুর বেগম। তার মেয়ে পুকুরের পানিতে পড়ে গেছে বলে এলাকার লোকজনকে ডেকে আনেন নুপুর বেগম। পরে পানি থেকে লাশ উঠিয়ে মাথায় রক্তাক্ত জখম দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। আর এই ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী হাফিজুল ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার সৎ মা এর কথাবার্তা সন্দেহজনক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে এটি হত্যা মনে হচ্ছে।