বেগম রোকেয়া দিবসে-২০২৪ নাটোরে জেলা পর্যায়ে সম্মাননা পেল পাঁচ জয়িতা নারী

নিজেস্ব প্রতিনিধি (নাটোর) ঃ
নাটোরে জেলা পর্যায়ে ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মলেন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সফল জননী ক্যাটাগরিতে মোছা.আছিয়া বেগম, শিক্ষা ও চাকুরীতে মোছা.আয়েশা আক্তার, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মোছা.মাহফুজা আক্তার,সমাজ উন্নয়নে মোছা.সুফিয়া খানম এবং নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে মোছা.সাথী সুলতানাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন’র সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মাছুদুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোরে উপপরিচালক নীলা হাফিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম ও (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী,নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী প্রমুখ।