নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশির আব্দুল মালেক রোডের নিজ বাড়ি থেকে একরামুল করিমকে গ্রেপ্তার করে র্যাব। পরে আজ সকাল সোয়া ৬টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। বিচারক তার বক্তব্য শুনে কারাগারে পাঠানোর আদেশ দেন। নোয়াখালী আদালত পরিদর্শক শাহ আলম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
র্যাব জানায়, সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, দুই হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
একরামুল করিম চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।