রাজ চক্রবর্তীর হাত ধরে নতুন ‘শুরু’ ঊষসীর! ছোট পর্দা, সিরিজ়ের পর এ বার বড় পর্দায়?

তাঁর কাছে কোনও মাধ্যম ছোট নয়। বিশেষ করে ছোট পর্দা তো নয়ই। যখন তিনি একের পর এক সিরিজ় করছেন, তখনই জানিয়েছিলেন ঊষসী রায়। যাঁকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছে ধারাবাহিক ‘কাদম্বিনী’তে। সেই সময় তিনি একাধিক সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, ছোট পর্দা তাঁকে অভিনয় দুনিয়ায় নিয়ে এসেছে, প্রতিষ্ঠা দিয়েছে। তাই ভাল গল্প পেলেই তিনি এই মাধ্যমে ফিরবেন। ছোট পর্দার ‘বকুল’ সে কথা ভোলেননি। খবর, নিজের কথা সত্যি প্রমাণ করতে তিনি চার বছর পরে আবারও ফিরছেন ছোট পর্দায়। এ বার রাজ চক্রবর্তীর হাত ধরে।

‘গোধূলি আলাপ’-এর পর স্টার জলসায় ফের নতুন ধারাবাহিক আনছেন রাজ চক্রবর্তী। টেলিপাড়া বলছে, সেখানেই আদ্যন্ত ঘরোয়া গল্পের নায়িকা তিনি। বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। খবর, ধারাবাহিকের টিজ়ার শুটিং হয়ে গিয়েছে। সুস্মিতের হাতেখড়ি স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘বরণ’ -এ। এর পর তাঁকে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘মাধবীলতা’য়। সব ঠিক থাকলে পুজোর আগে নতুন ধারাবাহিকের প্রচার ঝলক শুট করতে পারেন রাজ। যদিও তিনিও এ বিষয়ে কোনও কথা বলেননি।

ঊষসী যতটা জনপ্রিয়, সুস্মিত সেই তুলনায় এখনও আনকোরা। নায়ক হিসাবে তাঁকে মেনে নিলেন নায়িকা?