দেখে বোঝার উপায় ছিল না যে টেস্ট চলছে না টি২০। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রেকর্ড করল ভারত। ব্যাট করতে নেমে ৩ ওভারে ৫১ রান করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের নজির ভেঙে দিল ভারত।
কানপুরে বৃষ্টি ও তার জেরে মাঠ ভিজে থাকায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা হয়নি। চতুর্থ দিন ২৩৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। টেস্টের আর পাঁচটি সেশনও বাকি নেই। জিততে হলে ভাল শুরু করতে হত ভারতকে। সেটাই করেন রোহিত ও যশস্বী। প্রথম ওভার থেকে বড় শট খেলা শুরু করেন দু’জনে। প্রথম ওভারে ওঠে ১২ রান।