চাপের মুখে অনবদ্য সেঞ্চুরি মুমিনুলের

মুমিনুল হক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুতেই। কিন্তু ধারাবাহিকতার অভাবে সেভাবে লাইমলাইটে আসতে পারেননি কখনও। তবে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে তার একাকী লড়াই নজরে কেড়েছে সবার। দলের সবাই যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন সামর্থ্যের প্রমাণ। যা তার ক্যারিয়ারে ১৩ তম সেঞ্চুরি।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে ব্যক্তিগত ৪০ রানে ব্যাটিং শুরু করা মুমিনুল ১৭২ বলে পূরণ করেন সেঞ্চুরির কোটা। যদিও ব্যক্তিগত ৯৫ রানের মাথায় একবার সিরাজের বলে জীবন পেয়েছিলেন তিনি।