সম্ভবত টেস্ট ক্যারিয়ারে শেষবারের মতো ব্যাটিং করে ফেললেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সুযোগ ছিল কানপুর টেস্টে ব্যাট হাতে দারুণ কিছু করার। তবে, সেটা আর করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার। মোহাম্মদ সিরাজের অবিশ্বাস্য ক্যাচে ফিরলেন সাজঘরে। আউটের আগে করেন ১৭ বলে ৯ রান। বল হাতে কী করেন, সেটাই এখন দেখার বিষয়। ১৭৫ রানের মাঝে ৬ উইকেট হারাল সফরকারীরা।
রোহিতের দুর্দান্ত ক্যাচে সাজঘরে লিটন, চাপে বাংলাদেশ
প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ছন্দে নেই বাংলাদেশের ব্যাটাররা। কানপুরে বৃষ্টির বাধা পেরিয়ে আড়াই দিন পর খেলা শুরু হলেও উইকেটে টিকে থাকতে পারেনি মুশফিক-লিটনরা। মুশফিকের পর এবার সাজঘরে লিটন। মোহাম্মদ সিরাজের বলে মিড অফ অঞ্চলের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে রোহিতের হাতে ধরা পড়েন লিটন। লাফিয়ে উঠে এক হাত দিয়ে বল তালুবন্দী করেন ভারতীয় অধিনায়ক। ৩০ বল খেলে ১৩ রান করেন এই ব্যাটার। সবমিলিয়ে দলীয় ১৪৯ রানের মাঝেই পাঁচ উইকেট হারাল বাংলাদেশ। তবে, এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নিচ্ছে মুমিনুল।
মুমিনুলের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ
চেন্নাই টেস্টে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি ব্যাটার মুমিনুল হক। তবে, কানপুর টেস্টে ঘুরে দাঁড়িয়েছেন এই ব্যাটার। দলের অন্য ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত তখন দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন তিনি। ১১০ বলে ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। তার ফিফটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে সফরকারীরা।
চতুর্থ দিনের শুরুতেই মুশফিকের বিদায়
প্রায় আড়াই দিন পর কানপুর টেস্টে ব্যাটিংয়ে নামল বাংলাদেশ। যদিও চতুর্থ দিনে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। দিনের শুরুতেই বিদায় নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বুমরাহ ইনসুইং ডেলিভারি ঠিকঠাক বুঝতেই পারেনি এই ব্যাটার। বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। আউটের আগে করেন ৩২ বলে ১১ রান।
আড়াই দিন পর ব্যাটিংয়ে বাংলাদেশ
অবশেষে কানপুর টেস্টে ব্যাটিংয়ে নামল বাংলাদেশ। প্রথম দিন ৩৫ ওভার ব্যাটিংয়ের পর আর মাঠে নামা হয়নি। পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা। বৃষ্টি না থাকায় চতুর্থ দিনে নামল মুশফিক-মুমিনুলরা। তবে প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে খেলার সময়। লাঞ্চের আগে ও পরে ১০ মিনিট করে বেশি খেলা হবে দুই সেশনে। প্রথম সেশনে খেলা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা ১৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় সেশনের খেলা চলবে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত। তৃতীয় সেশন মাঠ গড়াবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ পর্যন্ত।