বলিউডের সুখী তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ভালোবেসে ২০১৬ সালে সংসার পাতেন তারা। ২০২২ সালের নভেম্বরে এই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছোট্ট মেয়ে দেবী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই মেয়ের নানা মুহূর্তের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন বিপাশা।
ছোট্ট দেবীর খুনসুটির সেই মুহূর্তগুলো দেখতে মুখিয়ে থাকেন তাদের অনুরাগীরাও। বিপাশা বাঙালি মেয়ে। যদিও কাজের সূত্রে মুম্বাইতে থাকেন এই অভিনেত্রী। মেয়ের নামও রেখেছেন বাংলায়। এবার দেবীর বাংলায় কথা বলার ভিডিও প্রকাশ করেছেন বিপাশা। যা দেখে হতবাক নেটিজেনরা। এত সুন্দরভাবে মিষ্টি কণ্ঠে মায়ের সঙ্গে কথা বলছেন দেবী। গত ২২ সেপ্টেম্বর ছিল বিশ্ব আন্তর্জাতিক কন্যা দিবস। আর এমন দিনে মেয়ের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরায় ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিপাশা।
বিপাশার মেয়ের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে …
ওই ভিডিওতে দেখা যায়, বিপাশা তার মেয়ের সঙ্গে কথা বলছেন, সে যা বলছে সেটাই অনুকরণ করছে ছোট্ট দেবী। শুরুতে ইংরেজিতে কথা বললেও পরে নিজের মাতৃভাষা বাংলায় মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করেন বিপাশা। ভিডিওতে অভিনেত্রী মেয়েকে জিজ্ঞেস করেন, ‘তুমি ভালো আছো?’এরপর মেয়েকে শেখান ‘আমি ভালো আছি।’ মায়ের কথা অনুকরণ করে দেবীকে বলতে শোনা যায়, ‘আমি খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে।’ ছোট্ট দেবীর এই মিষ্টি মুহূর্ত মন কেড়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘ওমা, ও কী সুন্দর বাংলায় কথা বলছে, পুরো বাঙালি।’ অনেকে আবার পাঞ্জাবি শেখানোর পরামর্শও দিয়েছেন অভিনেত্রীকে। আরেকজন লিখেছেন, ‘গলার স্বর যেন মধুর মতো মিষ্টি, কী যে ভালো লাগছে শুনতে।’
প্রসঙ্গত, বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন বিপাশা। মেয়েকে নিয়েই এখন পুরো সময় কাটে অভিনেত্রীর। দেবীর বড় হয়ে ওঠার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নেটদুনিয়ায় শেয়ার করতে পছন্দ করেন বিপাশা। বাঙালি আর পাঞ্জাবি পরিবারের আদরে একটু একটু করে বড় হয়ে উঠছে ছোট্ট দেবী।