ছাত্র-জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই। তারা নানা ষড়যন্ত্র করছে, এ কারণে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আর দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত গণ সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
জেলার সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান পরিকল্পনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ জেলায় দেশের ১৬ ভাগ ধান উৎপন্ন হয়। আমরা কৃষকদের সহযোগিতা করলে এ উৎপাদন আরো বাড়িয়ে ২৫ ভাগে নিয়ে যাওয়া সম্ভব।
তাছাড়া এখানকার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে মাছের বিপুল সম্ভবনা রয়েছে। আমরা ক্ষমতায় গেলে হাওর নিয়ে এমন পরিকল্পনা করব, যেন দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। এখাতে সৃষ্টি হয় বিপুল কর্মসংস্থান। এসময় তিনি অষ্টগ্রামের বিখ্যাত পনিরের অর্থনৈতিক সম্ভাবনার কথা বলেন এবং পনিরকে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।
বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম থেকে জেলা পর্যায় পর্যন্ত প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা জানিয়ে তারেক রহমান বলেন, এগুলো বরাদ্দ দেওয়া হবে নারীদের মাঝে। যেন সমাজ ও পরিবারে তাদের ক্ষমতায়ন হয়। এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হবে, যাতে পরিবারগুলো উপকৃত হয়। আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। ভবিষ্যতে জনগণের সমর্থন পেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব।