অস্কারে মনোনীত ‘লাপাতা লেডিস’

দ্য হিন্দুর খবরে জানা যায়, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ অস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছে। চলতি বছরের অনেক সফলতম ছবিকে হারিয়ে তালিকায় নিজের জায়গা করে নিয়েছে সিনেমাটি।

‘লাপাতা লেডিস’ প্রশংসিত হয়েছে এর গল্প ও অভিনয়শিল্পীদের কারণে। সিনেমাটি একমাত্র বড় তারকা বলতে রবি কিষাণ। বাকী সবাই নতুন মুখ বলতে গেলে। তারপরও নিজেদের অভিনয়শৈলী দিয়ে মন জয় করেছেন সবাই। তবে আলাদাভাবে নজর কেড়েছিলেন ফুল চরিত্রে অভিনয় করা নীতানশি গোয়েল। যার ‘লাপাতা’ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু। সিনেমাতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর। চলতি বছর মার্চ মাসের ১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। আর ওটিটিতে এসেই অবাক করেছে। আমির খান প্রোডাকশনের চলচ্চিত্রটি অনন্য গল্পের জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে নেয়।

চলতি বছর নির্মাতারা মোট ২৯টি ছবি পাঠিয়েছিলেন। যার মধ্যে রয়েছে হনু-মান, কল্কি, অ্যানিমেল, চান্দু চ্যাম্পিয়ন, স্যাম বাহাদুর, বীর সাভারকর, গুড লাক, আর্টিকেল ৩৭০-র মতো সিনেমা। গত বছর, জুড অ্যান্থনি জোসেফের ছবি ‘২০১৮’ ছিল তালিকায়। যা ৯৬তম একাডেমি পুরস্কারের তালিকায় জায়গা করে নিতে পারেনি। তবে গত বছর ভারতীয় সিনেমা এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ সেরা গানের জন্য অস্কারের তালিকায় জায়গা করে নিয়েছে।

ট্রেনের মধ্যে দুই কনের আলাদা হয়ে যাওয়া নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই হারানো স্ত্রীর ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে। সিনেমাটি প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। মূল চরিত্রে অভিনয় করেছেন নীতানশি গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষাণ।