কালিহাতীতে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ২ টার দিকে ঢাকা-যমুনাসেতু মহাসড়কে কালিহাতীর আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন- সুমন, সাইফুল ইসলাম, মামুন,মুঞ্জিরিয়া,সুবর্না, শাহানাজ ও জয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় দুপুর ২টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে সঙ্গে ঢাকা থেকে ছেড়ে এইচপি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ৪০ যাত্রী আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় যানচলাচল বন্ধ থাকে। পরে বাস দুটি সরিয়ে নেওয়া হলে যানচলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত দুই বাসের যাত্রীরা অভিযোগ করে বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তারা বারবার নিষেধ করলেও চালক তা শোনেননি, যার ফলস্বরূপ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব পার থানার এসআই নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা প্রদান করে। দুটি বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

preload imagepreload image