ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর এলাকা থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়। সে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের কণ্যা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট থানায় মামলা দায়ের হয়। মামলা নম্বর-১২। এই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মাহজেবিন শিরিণ পিয়াকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়েছে। তাকে আজই পাবনা আদলতে সোপর্দ করা হবে। ##