‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনেত্রী তমা মির্জা। বেশ কিছুদিন ধরে শুটিংয়ে দেখা যাচ্ছে না তাকে। তবে নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি পরিবার সঙ্গে নিয়ে সিঙ্গাপুর ঘুরে এসেছেন তমা।
দেশে ফিরে এক গণমাধ্যমে জানালেন আগামী সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন সিনেমার জন্য ওজন কমানোর চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও জানান এই অভিনেত্রী।
সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করেও সফলতা ধরে রেখেছেন। আগামী মাসে নতুন সিনেমার শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। যদিও এখনই কাজটি নিয়ে চূড়ান্ত কিছু বলছেন না তমা মির্জা। বললেন, সময় হলে জানাবেন।
এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমার প্রেমের গুঞ্জন বহুদিন ধরে শোনা যায়। যদিও চলচ্চিত্রপাড়ায় এই দুইজনের প্রেমের খবর ‘ওপেন সিক্রেট’ ছিল। তারা সম্পর্কের কথা সরাসরি স্বীকার না করলেও বিভিন্ন সময় একে অন্যের প্রতি পরোক্ষভাবে ভালোবাসার কথা জানান দিয়েছেন। তাদের রসায়নকে সবসময় ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আখ্যা দিয়ে এসেছেন। তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি।
দুইজন তারকাই তাদের জীবনের বিশেষ দিনগুলোতে একে অন্যের পাশে থেকেছেন, নানা সারপ্রাইজের আয়োজন করেছেন। তবে সম্প্রতি সময়ে তমার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে রাফীর। দু’জনের মাঝে বন্ধুত্বটা থাকলেও প্রেমটা আর নেই। এই নির্মাতার বক্তব্যেও উঠে আসলো তেমনই চিত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাফী বলেছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে শোবিজে জোর গুঞ্জন চলছে, রায়হান রাফী ও তমা মির্জার বন্ধুত্বে ভাঙন ধরেছে। এ বিষয়ে তমা মির্জাকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘নো কমেন্ট’।
তবে এই দুই তারকার ঘনিষ্ঠজন সূত্রের খবর, রাফী-তমার মাঝে প্রেমটা এখন আর নেই। একসময়ে দু’জন একসঙ্গে প্রচুর সময় কাটালেও এখন সেসব চিত্রেরও আর দেখা মেলে না। দু’জন নিজেদের মতো করেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।