পৃথিবী পেতে চলেছে ‘দ্বিতীয় চাঁদ’। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিরল এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। সাময়িক সময়ের জন্য দুই চাঁদ পাবে পৃথিবী, এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ানসহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুসারে, ‘মিনি মুন’ বা একটি ছোট চাঁদ প্রায় দুই মাস আমাদের গ্রহের চারপাশে ঘুরবে। পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে চলতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে গ্রহাণুটি।
গত ৭ আগস্ট ‘২০২৪ পিটি৫’ নামের গ্রহাণুটি শনাক্ত করা হয় বলে জানা গেছে। নাসা অর্থায়িত অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (অ্যাটলাস) ব্যবহার করে এই গ্রহাণু শনাক্ত করা হয়েছে।