চাকরি ছেড়ে প্রশাসন-পুলিশে যোগ দিলেন শিক্ষা ক্যাডারের ৩ কর্মকর্তা

চাকরি ছেড়েছেন শিক্ষা ক্যাডারের তিন কর্মকর্তা। প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারে চাকরিতে যোগ দেওয়া এই তিন কর্মকর্তা শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন। ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক কাজী রিজওয়ানুল হক চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করেছেন। নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের প্রভাষক সালাউদ্দিন শাকিল সহকারী পুলিশ সুপার পদে যোগদানের জন্য শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন। একইভাবে রাণী ভবানী সরকারি মহিলা কলেজের প্রভাষক রূপ চাঁদ শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগ দিয়েছেন। তাঁরা সবাই ৪১তম বিসিএসে নিয়োগ পেয়েছেন।