মেয়ের জন্মের পরেই নতুন সিদ্ধান্ত দীপিকা-রণবীরের

সদ্য সংসারে এসেছে নতুন সদস্য। সন্তান জন্মের পরেই জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ঠিকানা পরিবর্তন করছেন তারকা দম্পতি। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বহুতলে নতুন ফ্ল্যাট কিনলেন দীপিকা ও রণবীর। ১২ সেপ্টেম্বর এই নতুন বাড়ির রেজিস্ট্রেশন করেছেন তারকা দম্পতি। খবর আনন্দবাজার অনলাইনের

জানা গেছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন তাঁরা। মুম্বাই শহরে এই বহুতল খুবই বিলাসবহুল বলে পরিচিত। এই বহুতল থেকে সমুদ্র দেখা যায়। তাই দামও আকাশছোঁয়া। ১৭.৮ কোটি টাকা দিয়ে এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর। এই ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট।

কয়েক বছর আগে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে ১১,২৬৬ বর্গফুটের আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। এ ছাড়াও ১৩০০ বর্গফুটের একটি অতিরিক্ত জায়গাও রয়েছে সেই বাড়ির সঙ্গে। চারটি তল নিয়ে এই বাড়ি। ১০০ কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছিলেন তারকা জুটি।