কলমাকান্দায় তিন হাজার রোগী পেল স্বাস্থ্যসেবা ও ঔষধপত্র

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদ গাঁ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষদপত্র প্রদান করা হয়েছে। এই ক্যাম্পটি ডক্টর অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় ও ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে দিনব্যাপী চলে। এতে ঢাকা পিজি হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে আসা অন্তত ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সাড়া বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট রেজিম বিরোধী যে আন্দোলন ছিল, ছাত্র জনতার নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। জনগণের প্রত্যাশা এবং অজ¯্র নেতা-কর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশে উনাকে বরণ করতে। দেশে আসার ব্যাপারে তাঁর আইনগত কোন বাধা বা ঝামেলা নেই। আপনাদের জানিয়ে রাখা ভালো- তিনি (তারেক রহমান) আইনের শাসনের প্রতি বিশ্বাসী ও শ্রদ্ধাশীল। তাঁর মামলা আইনগতভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তিনি যে কোন সময় দেশে আসতে পারেন।