কলমাকান্দায় তিন হাজার রোগীর বিনামূল্যে চিকিৎসার আয়োজন

বিভাস সাহা কলমাকান্দা থেকে.
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। ডক্টর অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্তাবধানে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে এই ক্যাম্পে তিন সহ¯্রাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হবে।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসাসেবা পেতে ইতিমধ্যে তিন হাজার রোগী নাম নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছেন। আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এই চিকিৎসা শিবির চলবে। এতে ৩৮জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবায় অংশগ্রহণ করবেন। এসময় শিশু ও নারীসহ বিভিন্ন রোগীর মাঝে চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে। আয়োজকরা আরো জানায়, স্ত্রীরোগ, অর্থপেডিক, হৃদরোগ, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা উপজেলাটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষের ক্রয়ক্ষমতা অত্যন্ত কম। তারা রোগাক্রান্ত হলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম থেকে তারা দূরে থাকেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল-স্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে স্বাস্থ্য সেবাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছিলেন। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা ভেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তাছাড়া গত বছরের ৩০ নভেম্বর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে প্রায় দুই হাজার পাঁচশ রোগীকে চক্ষু চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছিল। তারমধ্যে ৩৫০জন রোগীর চোখের অপারেশন দরকার। আগামী রোববার থেকে শুরু করে পর্যায়ক্রমে বিনামূল্যে সকল রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হবে।