সাঁথিয়া প্রতিনিধিঃ
কৃষির উৎপাদনের খরচ কমানোর লক্ষ্যে সাঁথিয়া উপজেলা সেচ কমিটি বোরো মৌসুমে গভীর, অগভীর ও ব্যক্তি মালিকানাধীন সেচ পাম্প সমুহের বিঘা প্রতি চার্জ নির্ধারন করেছে। বাস্তবায়নের জন্য উপজেলা ব্যাপী লিফলেট বিতরনসহ বিভিন্ন প্রচারাভিযান চালাচ্ছে।
সুত্রে জানা যায়, কৃষি উৎপাদনে সেচ অপরিহার্য, সেচে কৃষকের নিকট থেকে পাম্প মালিকরা চার বা পাঁচ ভাগের এক ভাগ ফসল নেয়। বর্তমান বোরো মৌসুমে বোরো, গম, পেয়াজ, রসুনসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। উপজেলায় বিএডিসি ও ব্যক্তি মালিকানাধীন প্রায় ১২০০০ সেচ যন্ত্র ব্যবহার হচ্ছে। উপজেলা বিএডিসি সহকারি প্রকৌশলী এএফএন আসিফ ইমতিয়াজ তন্ময় জানান, ফসল উৎপাদনের ধারা অব্যহত রসখতে কৃষকের ফসলের খরচে বিষয়ে বিবেচনা করে উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত গভীর নলকুপ, অগভীর নলকুপ সরকারি বা ব্যক্তি মালিকাধীন সেচ পাম্প বিঘা পতি ২৫০০ টাকা হতে ৪০০০ টাকা চার্জ নির্ধারিত হয়। ফসলের জমিতে সেচ চার্জ ফসলে নয় টাকায় পরিশোধ করতে লিফলেটসহ বিভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, কৃষকের কষ্টে ফলানো ফসল সেচ মালিকগন ঠকিয়ে নেয়। তা বন্ধ করে টাকা নির্ধারন করা হয়েছে। কোন সেচপাম্প মালিক না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।