খানসামায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা, খানসামা প্রেসক্লাবের সহ-সভাপতি তফিজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রকি, দপ্তর ও অর্থ সম্পাদক জে. আর জামান, সমাজকর্মী নাইম হাসান ও প্রশিক্ষণার্থীগণ।