ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুরে নিউ নূপুর পরিবহণের হেলপার সাদ্দাম হোসেনকে (২১) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জনি মোল্যা (৩০), একই এলাকার মেহেদী আবু কাওসার (২৫), গোয়ালচামট এলাকার রবিন মোল্যা (২৫), রথখোলা এলাকার রাজেস রবিদাস (৩০) ও সালথা উপজেলার রসুলপুর এলাকার সাজ্জাদ হোসেন মাতুব্বর (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ভোরে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় নিউ নূপুর পরিবহণের একটি বাস থেকে সাদ্দাম শেখ (২১) নামে যুবকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পরিবহণটির হেলপার ছিলেন। এ ঘটনায় পরের দিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে