আওয়ামীলীগ ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না ঃ দুলু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আওয়ামীলীগ ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু পারেননি। ফেরাউন-নমরুদের মত তারও পতন হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মিদের বিপদে ফেলে ভারতে পালিয়েছেন। সাড়ে ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন ফ্যাসিস হাসিনা সরকার। আওয়ামী লীগ তপস্যা করে ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘সারাদেশকে কারাগারে পরিণত করে রেখেছিলেন শেখ হাসিনা। ১৬ বছর গুরুদাসপুরে ঢুকতে দেয়া হয়নি আমাকে। বিএনপি নেতাকর্মিদের বাড়িতে থাকতে দেয়নি আওয়ামী লীগ। তাদের খাতির করলে বা দলে প্রবেশ করালে সেই বিএনপি নেতাকেও ছাড় দেয়া হবেনা।’
উপস্থিত জনতার উদ্দেশ্যে বিনীতভাবে দুলু বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাঙ্খিত প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন। কিন্তু সাধারণ মানুষের সাথে আওয়ামীলীগের মত খারাপ আচরন করবেন না।’
রবিবার রাত ৮টায় চাঁচকৈড় বাজারে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. নাজমুল করিম নজুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন দুলু। এরপর রাত ৯টার দিকে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পৃথক দুটি অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দেওয়ান শাহীন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুুল আজিজ ও সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, বিএনপি শহিদুল শেখ, মিজানুর, মিলন আহমেদ, যুবদল নেতা সময় হাসান, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।