রাতেই আসছে শাকিবের ‘তুফান’

রাতেই উঠছে ‘তুফান’। নির্দিষ্ট কোনো এলাকায় নয়, দেশ–বিদেশের সবখান থেকেই বাংলা ভাষাভাষীরা তুফানের তাণ্ডব দেখতে পাবেন। তুফানের তাণ্ডব দেখতে কোনো সাবধানতা নয়, বরং চরকির সাবস্ক্রিপশন নিয়ে সবাই প্রস্তুত থাকতে পারেন।

দেশি চরকিতে ‘তুফান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আজ রাত ১২টায়। অন্যভাবে বলা যায়, শাকিব খানের ভক্ত–দর্শকদের জন্য ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে চরকিতে ‘তুফান’ সিনেমা দিয়ে। এখন যে কেউ ঘরে বসে, যখন ইচ্ছা তখন, একটানা বা থেমে থেমে, পছন্দের জায়গাটুকু বারবার আগে–পিছে করে দেখতে পারবেন সিনেমাটি।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে চাইবে চরকি। যাঁদের সাবস্ক্রিপশন আছে, তাঁরা মুক্তির সঙ্গে সঙ্গেই সিনেমাটি দেখতে পারবেন। আর যাঁরা সাবস্ক্রিপশন করেননি, তাঁদের মুঠোফোনে চরকি সাবস্ক্রাইব করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে চরকি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।