দেওয়ানগঞ্জে পাইপ গান সহ ডাকাত গ্রেপ্তার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে দেশীয় পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ সহ খোরশেদ আলম (৫০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে চুলকানী বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খোরশেদ আলম পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ডালবাড়ী এলাকার শামছুল হকের ছেলে। কুখ্যাত ডাকাত খোরশেদ আলম গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরেছে দেওয়াগঞ্জের পৌর শহর সহ চরাঞ্চলের মানুষের মধ্যে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুলকানি বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এবং খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলমের বিরুদ্ধে অস্ত্র মামলা ও ডাকাতি মামলা সহ ৬ টি ফৌজদারী মামলা রয়েছে।
শনিবার (১১ জানুযারি) দুপুরে গ্রেপ্তারকৃত খোরশেদ আলমকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।