লস অ্যাঞ্জেলেসে খাবার বিতরণ করলেন হ্যারি-মেগান, জানালেন সহানুভূতি

লস অ্যাঞ্জেলেসের একটি খাবার বিতরণ কেন্দ্রে আকস্মিকভাবে দেখা গেল ব্রিটিশ রাজপরিবারের সাসেক্সের ডিউক যুবরাজ হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগানকে।

সিএনএন জানিয়েছে, এই দম্পতি স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য স্থাপিত একটি খাবার বিতরণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেন। স্থানীয় সংবাদমাধ্যম ‘ফক্স ১১’ এর একজন সাংবাদিক তাদের দেখতে পান।

এ সময় হ্যারি-মেগান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস এবং সংস্থার স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেন। পাশাপাশি দাবানলে প্রথমদিকের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান।

স্থানীয় প্যাসাডেনা শহরের মেয়র ভিক্টর গর্ডো বলেন, এই ব্রিটিশ জুটি দিনের শুরুতে খাবার বিতরণ কেন্দ্রে ছিলেন। তারা চুপচাপ খাবার পরিবেশন করছিলেন। মুখে মাস্ক পরার কারণে তাদের চেনাও যায়নি।

মেয়র হ্যারি-মেগানকে ‘দুর্দান্ত মানুষ’ উল্লেখ করে বলেন, তারা যতটা সম্ভব আমাদের সহায়ক হতে চায়। সত্যই কেবল সহায়ক হতে চায়। তারা এখানে প্রচারের জন্য আসেনি, বরং তারা এখানে কাজ করতে এসেছিল।

এদিকে, এখন পর্যন্ত মারাত্মক দাবানল মোকাবেলায় কিছু অগ্রগতির কথা জানা গেছে। তবে এক লাখেরও বেশি বাসিন্দাকে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত ১১ জন নিহত হয়েছেন। তবে প্রকৃত মৃতের সংখ্যা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।