ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র উদ্যোগে শীতার্ত ও ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি পরিচালনা করেন তারুণ্যের রক্তদান কর্মসূচি সম্পাদক মোঃ আহসান হাবিব এবং নবীন পথিক ঐশ্বর্য আহমেদ। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, সাবেক সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, ব্দুল্লাহ তাবরিজ খান, সদ্য সাবেক সভাপতি মোঃ মারুফ হোসেন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, এবং সংগঠনের বর্তমান ও সাবেক একঝাঁক সদস্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১৩০টি পরিবারের মাঝে কম্বল ও চাদর এবং বিভিন্ন বয়সী ৩০ জন শিশুর মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়।
সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, “শীতের প্রতিকূল পরিস্থিতিতে তারুণ্যের স্বেচ্ছাসেবীরা এবারও দেড় শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে।”
সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, “তারুণ্যের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই উদ্যোগ সফল করেছে। আমি সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞ।”
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “তারুণ্য প্রতিষ্ঠার শুরু থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
প্রধান অতিথি অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী বলেন, “দেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়ন সম্ভব। আমি সবসময় এমন মহৎ উদ্যোগে সহযোগিতা করব।”
প্রসঙ্গত, তারুণ্য প্রতিবছর এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।