আবু ইসহাক, সাঁথিয়াঃ
পাবনায় সাঁথিয়ায় চলতি বছর পেঁয়াজের রোপন শুরু করে দিয়েছে কৃষকরা। বাজার দর বেশী হওয়ায় গত বছরের চেয়ে বেশী জমিতে পেয়াজ রোপন করছে কৃষক। দেশের প্রায় ৭০ ভাগ পেঁয়াজের চাহিদা পুরণ করে এ এলাকার উৎপাদিত পেয়াজ।
সাঁথিয়া উপজেলা কৃষি অফিস ও কৃষক সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলায় ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে কৃষকদের সহায়তা করে যাচ্ছে কৃষি অফিস। ইতো মধ্যে উপজেলার ঐতিহ্যবাহী ঘুঘুদহ বিল, গ্যারকার বিল, ধলারবিলসহ বিভিন্ন বিল পারে কৃষকদের ব্যস্ত সময় কাটছে পেঁয়াজ রোপনে। কৃষকরা কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে শ্রমিক নিয়ে মাঠে উপস্থিত হচ্ছেন। তারা ইঞ্জিল চালিত মেশিন দ্বারা জমি চাষ করে সঠিক পরিমাপে সার ছিটিয়ে রোপন কাজ শুরু করছে। মহিলারা ভোর রাত থেকেই ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকদের খাবার রান্নার কাজে। পরিবারের ছোট সন্তানটিও যেন বসে নেই, লেখা পড়ার চাপ কম থাকায় বাবার কাজের সাথে সেও যেন একজন পেশাদার কৃষক।
অক্টোবরে সাঁথিয়ার কৃষকরা পেঁয়াজের বীজতলা তৈরি করে থাকে। জমিতে জলাবদ্ধতা থাকায় তারা কাঁদা মাটির উপর ছাই ব্যবহার করে বীজতলা করেন। ডিসেম্বরের মাঝা মাঝি সময় থেকে তারা পেঁয়াজ রোপনে ব্যস্ত সময় পার করে।
উপজেলা বোয়াইলমারী গ্রামের আঃ ওহাব, মোজাম প্রাং, রফিকুল বিশ্বাস, বিষ্ণুপুর গ্রামের আলাই, রাজু আহম্মদ জানান, গত বছরে পেয়াজের দাম বেশী হওয়ায় এ বছর আমরা আবাদ বেশী করছি। সাঁথিয়া উপজেলার বিভিন্ন গ্রামের পেঁয়াজ চাষীদের দাবি কৃষি অফিসের দায়িত্বরত কর্মকর্তারা আরো ভালভাবে মাঠে সরেজমিন তদারকি করতো এবং চাষিদের নিয়মিত পরামর্শ দেয় তাহলে ভালভাবে পরিচর্যা করে ভাল উৎপাদন করা যেত।
সাঁথিয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জিব কুমার গোস্বামী জানান, উপজেলায় গত বছর ১৬৬০৫ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছিল। দাম ফলন বেশী হওয়ায় চলতি মৌসুমে ১৬৬৫০ হেক্টরের বেশী জমিতে পেয়াজ চাষ হবে বলে আশা করা যাচ্ছে। আমাদের সুপারভাইজারদের কয়েকটি গ্রামের দায়িত্ব দেয়া হয়েছে। তারা যথা সাধ্য কৃষকদের সহায়তা করছে। চলতি বছরে পুর্বের তুলনায় ৬০০ হেক্টরের বেশী জমিতে পেঁয়াজ রোপন করা হচ্ছে। আবহাওয়া প্রতিকুল থাকলে ভাল ফলনের আশা করছি।