অনাবিল ডেস্ক ::
থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কাছে চীনা মডেল ইয়াং জেকিসহ দুই জন নিখোঁজ হয়েছেন। থাই পুলিশ জানিয়েছে, দুই চীনা নাগরিকের একজন পুরুষ মডেল এবং একজন নারী রয়েছেন। স্বজনরা সাহায্য চাওয়ার পর নিখোঁজের সন্ধ্যান চলছে।
রয়্যাল থাই পুলিশ অফিসের ইন্সপেক্টর জেনারেল থাচাই পিটানিয়েলাবুট বলেন, থাই-মিয়ানমার সীমান্তের কাছে নিখোঁজ চীনা মডেল ইয়াং জেকির সন্ধ্যানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে একই এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন আরেক চীনা অভিনেতা ওয়াং জিং। তাকে মিয়ানমারের কারেন রাজ্যের মায়াওয়াদির একটি স্ক্যাম সেন্টারে পাওয়া যায়। পরে তিনি নিরাপদে বাড়ি ফেরেন।
ইন্সপেক্টর জেনারেল থাচাই বলেন, ইয়াং জেকির স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর পোস্ট করে সাহায্য চেয়েছেন। নিখোঁজ হওয়ার আগে তিনি উইচ্যাটে একটি মেসেজ পান। যাতে বলা হয়, তিনি একটি সিনেমার জন্য অডিশন দিচ্ছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ২০ ডিসেম্বর বেইজিং থেকে ফ্লাইটে থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান ইয়াং জেকি। তিনি বিমানবন্দর থেকে একটি গাড়ি নেন এবং পরে ‘ফিল্ম ক্রু টিম’-এর ব্যবস্থাপনা অনুযায়ী অন্য একটি গাড়িতে ওঠেন। ওই বাড়ি তাকে থাই-মিয়ানমার সীমান্তে নিয়ে যায়। পরদিন ২১ ডিসেম্বর তিনি এক বন্ধুকে মেসেজ পাঠিয়ে জানান, তিনি ‘দুঃখী’ বোধ করছেন।
গত ২৯ ডিসেম্বর মায়ের কাছে জেকির ফোন থেকে একটি ভিডিওকল যায়। সেখানে দেখা যায়, জেকি কালো পোশাক পরা অবস্থায় চেয়ারে বসা, তার হাত টেবিলে। নিরাপদে আছেন বললেও তার চোখে আঘাতের চিহ্ন দেখা যায়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ভিডিও কলটি পাওয়ার পরপরই স্বজনরা চীনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং থাইল্যান্ড ও মিয়ানমারের চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চান।