নারী

এনামুল হক টগর

প্রতিটি মায়ের ভেতরে রয়েছে মাতৃত্বের গভীর স্নেহ মমতা আর ভালোবাসা।
নারী পুরুষ জন্মের চেতনায় মাতৃত্বের বন্ধনে আলোকপ্রাপ্ত প্রজ্ঞায় অশেষ।
পুত্র সন্তান কন্যা সন্তান উভয়ই মাতৃগর্ভে দীপ্তিময় প্রাণে প্রবাহমান নতুন ।
মা শব্দের গভীরে জান্নাতের প্রশান্ত প্রেম অনাদি ভালোবাসার বন্ধন!
নারী পুরুষ উভয়ই সমান সমান অধিকার আবাদের খামারে সুদূর ভাণ্ডার দৌলত।
স্রষ্টার পবিত্র বাণীতে নারীর মর্যাদা শ্রেষ্ঠত্বের দাবিদার সমৃদ্ধিতে চির উন্নত।
নারী মাতা নারী জননী নারীর মমতাময়ী মাতৃত্বের চরণে সন্তানের প্রশান্ত জান্নাত।
পুরুষের সারিতে পুরুষ তিন ভাগের একভাগ অংক ফলাফলে দায়িত্ব কর্ম উন্নত।
নারীর চৈতন্যে মাতৃত্ব জেগে ওঠে তিন ভাগ অমূল্য রতন দীর্ঘ সম্মান বিশ্বাস।
মাতৃত্বের পবিত্র জঠর থেকে নারী ও পুরুষ ভূমিষ্ট হয় নব নব সৃষ্টির প্রাণ।
তিন ভাগ সম্মান প্রাপ্ত মাতৃত্বের গৌরব নারীর মর্যাদা সমৃদ্ধির পথে আপন ঠিকানা।
সভ্যতার ন্যায়পরায়ণে নারী প্রথম আর্দশ ভালোবাসা প্রজ্ঞা জ্ঞানে মহান।
নরীর গর্ভ থেকেই জন্ম হয় মহাকালের নব নব মহা-মানব জ্যোতির্ময় সংস্কারক নিপুণ।
আল্লাহ রাসুল (সাঃ) এর দ্বীন মহা-সাম্যের মহা-অধিকার নারীর আর্দশে দীপ্তকর।
বিশ্ব মানবতায় নারী অধিক প্রজ্ঞাবান নরী সেবায় উত্তম আবহমানকালের দীপ্ত তরী।
০৭/০১/২০২৫