১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। আড়াই দিনে সিডনি টেস্ট জিতে ভারতকে ৩-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে অজিরা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছেন কামিন্সের দল।
এই সিরিজ শেষে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নিজের নামে সিরিজ, অথচ পুরস্কার বিতরণীতে ডাকই পেলেন না। যে দুজনের নামে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের নামকরণ, তাদেরই একজনের কাছে থেকে এসেছে অভিযোগ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয় শুধু অ্যালান বোর্ডারকে।
সিরিজজয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের হাতে বোর্ডারই ট্রফি তুলে দেন। অন্যদিকে সুনীল গাভাস্কারকে পুরস্কার বিতরণীতে ডাকাই হয়নি! যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি। শুধু বিস্ময় নয়, কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন অ্যালান বোর্ডার।
সিরিজ শেষে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি স্পোর্টকে গাভাস্কার বলেন, ‘পরিস্থিতি কী হতে চলেছে, তা আমাকে সিডনি টেস্ট শুরুর আগমুহূর্তে জানানো হয়েছে। আমাকে বলা হয়েছে, ভারত যদি সিরিজ জিততে অথবা ড্র করতে না পারে, তাহলে আমাকে তাদের দরকার নেই। এ নিয়ে আমার দুঃখ নেই। তবে আমি অবাকই হয়েছি। এটা বোর্ডার–গাভাস্কার ট্রফি, দুজনেরই সেখানে থাকা উচিত ছিল।’
অস্ট্রেলিয়ার আরেকটি সংবাদমাধ্যম কোড স্পোর্টসকেও ভারতীয় এই কিংবদন্তি বলেন, ‘এমন নয় যে আমি এখানে নেই। আমি তো মাঠেই আছি। অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে, তাই আমি সেখানে থাকতে পারব না—ব্যাপারটা এমন হওয়া উচিত হয়নি। এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মুখ্য বিষয়। ওরা (অস্ট্রেলিয়া) আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাই জিতেছে। এটা ঠিক আছে। কিন্তু আমি একজন ভারতীয় হওয়ার কারণে ট্রফি দিতে পারলাম না। অ্যালান বোর্ডার আমার ভালো বন্ধু। তাকে সঙ্গে নিয়ে ট্রফি দিতে পারলে আমার ভালো লাগত।’