এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ কামরুজ্জামান সরকার।
৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা রবিবার ( ০৫ জানুয়ারী) সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের কাছে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ কামরুজ্জামান সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
নবাগত ইউএনও মো. কামরুজ্জামান সরকার এর পূর্বে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
মো: কামরুজ্জামান সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন।
নব যোগদানকৃত ইউএনও মো: কামরুজ্জামান সরকার বলেন, আইন ও সরকারী নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করব। এতে সকল সহকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন এই কর্মকর্তা।