রাজশাহীতে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে কমেছে সর্বনি¤œ তাপমাত্রা। শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নি¤œ আয়ের মানুষেরা। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় হাড় কাঁপুনি শীত নেমেছে। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলছেন,গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাজশাহীতে সকাল ৬টায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিনবৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। তিনি আরও বলেন, রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে কমেছে সর্বনি¤œ তাপমাত্রা। আকাশে হালকা মেঘ রয়েছে। এবং বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া আবহাওয়ার গতিবিধিতে ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কমবে। তবে হিমেল বাতাসে রাজশাহীতে বেশ শীত অনুভূত হচ্ছে। ছিন্নমূল নি¤œআয়ের মানুষজন রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে,মাঠজুড়ে এখন চলছে রবিশস্যের আবাদ। সরিষা, টমেটো, শিম, লাউ, বাঁধাকপি, আলু থেকে শুরু করে একাধিক রবি ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেক ফসল ঘরে তোলার সময়ও হয়েছে। কিন্তু সপ্তাহ ধরে টানা কুয়াশায় অনেক ফসলেই বেড়েছে রোগ-বালাইয়ের আক্রমণ। এ কুয়াশা দীর্ঘস্থায়ী হলে রবিশস্যের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষকরা।#