মৌলভীবাজার প্রতিনিধি : “৪ আগষ্ট গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন, মৌলভীবাজার” -এর এডহক (আহ্বায়ক) কমিঠি গঠন করা হয়েছে । আজ ৩১ ডিসেম্বর-২০২৪ইং, শহরের আরএস কায়রান হোটেলে দুপুর ২টায় গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে- দৈনিক আমাদের কন্ঠ/ দৈনিক সিলেট বাণী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ-কে আহবায়ক ও নাগরিক টিভি / দৈনিক ভোরের পাতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ.এস কাঁকন-কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এডহক (আহবায়ক )কমিঠি গঠন করা হয়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহকালে কালে যারা শারিরিক ভাবে আহত, নির্যাতিত ও জান-মালের ক্ষতিগ্রস্থ সাংবাদিক রয়েছেন তাদের তালিকা সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।