বিশেষ প্রতিনিধিঃ
পাবনা জেলা স্কুলের প্রভাতি ও দিবা শাখার প্রাথমিক পর্যায়ের ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ১০ম স্থান অধিকারী কৃতি ছাত্রদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করেছে পাবনা জেলা স্কুল এসএসসি ১৯৯১ এর শিক্ষার্থীদের ব্যাচ। জাতির শিক্ষার মেরুদন্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ছাত্রদের মাঝে লেখাপড়ার প্রতি ঝোঁক বাড়ানোর জন্য তাদের এ সম্মান দেওয়া হয়।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২ টা প্রভাতি ও (দিবা) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত স্কুলের মাঠে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।
দুটি সংবর্ধনার আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কুমার দাশ’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান’র সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাত) মুশতাক জামান এবং (দিবা) মোঃ আক্তারুজ্জামান, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, আবু ইউসুফ হেলালি ও একেএম ফিরোজ হোসেন।
জেলা স্কুল এসএসসি ১৯৯১ এর শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইফতেখারুল আলম মুন্না।
প্রভাতি ও দিবা দুই শাখার ১০ জন করে হলে তিনটি শ্রেণীর মোট ৬০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়ার কথা থাকলেও কোন কোন স্থান যুগ্ন ভাবে দুই তিনজন পাওয়ায় আরো চৌদ্দ জন বেড়ে যায়।
মোট ৭৪জন কৃতি ছাত্রদের হাতে উদ্দীপনা পুরষ্কার স্বরূপ ক্রেস্ট ও রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মঞ্চে উপবিষ্ট শিক্ষক ও জেলা স্কুল এসএসসি ১৯৯১ ব্যাচের পক্ষ থেকে ইফতেখারুল আলম মুন্না, দারুল উলুম মার কাজিয়া দাখিল মাদ্রাসা আটুয়া পাবনার সহকারী শিক্ষক আবু সরোয়ার বিশ্বাস। ব্যবসায়ী কাওসার বিশ্বাস লিটন ও পাবনা জেলা এসএসসি ৯১ এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯১ এর ছাত্র সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ।
এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা সামনের বছর আরো ভালো রেজাল্ট করে লেখাপড়ায় কৃতিত্ব রাখার এমন অর্জন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
অভিভাবকদের মাঝেও অনেক আনন্দ পরিলক্ষিত হয়।
সংগঠনের অন্যতম সদস্য সরোয়ার বলেন খুবই স্বল্প সময়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আমাদের ইচ্ছা আছে পরবর্তীতে নবম শ্রেণী পর্যন্ত বৃদ্ধি করা। প্রতিটি শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যদি পুরস্কৃত করতাম তাহলে নবম শ্রেণী পর্যন্ত দেয়া সম্ভব হতো কিন্তু এই তিন স্থান অধিকারীরা সবসময়ই পুরস্কৃত হয়ে থাকে। তাই বাচ্চাদের আরও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করলাম।
পরে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক
তুষার কুমার দাশকে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ক্রেস্ট প্রদান করে পাবনা জেলা স্কুল এসএসসি ৯১ সংগঠনটি।