কারিনার ছেলে হতে চাই— মন্তব্য করেই তোপের মুখে অভিনেতা

পাকিস্তানি সেলিব্রিটিদের ভারতে প্রচুর জনপ্রিয়তা রয়েছে। আর সে কারণে কখনো কোনো মন্তব্য করলে তারা ট্রোলিংয়ের শিকার হন। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা খাকান শাহনওয়াজও একটি মন্তব্যের কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছেন।

খাকান শাহনওয়াজ পাকিস্তানের একজন প্রখ্যাত অভিনেতা। তিনি বহু টেলিভিশন শো ও সিরিয়ালে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ‘সুকুন’, ‘বেপান্নাহ’ ও ‘কলেজগেট’।

সম্প্রতি অভিনেতা খাকান শাহনওয়াজ একটি টিভি শোতে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান সম্পর্কে কিছু মন্তব্য করেন, যা ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

শোতে এক নারী ইচ্ছা প্রকাশ করে বলেন, তিনি খাকানকে কারিনা কাপুরের সঙ্গে কাজ করতে দেখতে চান। সেই প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন— ‘আচ্ছা, আমি ওর ছেলের চরিত্রে অভিনয় করতে পারি। আমি একেবারে ওর ছেলের চরিত্রে অভিনয় করতে পারি। কারিনা জি অনেক বড়। আমি ওর ছেলের চরিত্রে অভিনয় করতে পারি।’

পাকিস্তানি অভিনেতা খাকানের এ মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীর্ব ট্রোলের শিকার হন তিনি। অনেক ভক্তই খাকানের মন্তব্যকে অপমানজনক বলে মনে করেছেন। এক নেটিজেন লিখেছেন— আপনি তাদের ড্রাইভারের ভূমিকা পালন করতে পারেন। আরেক নেটিজেন লিখেছেন—কারিনা জানতও না কে উনি। আমি নিজেও এই নাটক দেখিনি। অন্য আরেক নেটিজেন লিখেছেন—তার ছেলের চরিত্রে অভিনয় করার জন্য সে দেখতে যথেষ্ট ভালো নয়। অনেকেই খাকানকে ট্রোল করতে শুরু করেন এবং তাকে পাগল বলেও মন্তব্য করেন।