পাবনায় ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত ইয়াং স্টার চ্যাম্পিয়ন ও পিসিডিসি রানার্স আপ

পাবনা প্রতিনিধি : পাবনায় ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনা আমিন উদ্দিন স্টেডিামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতা য় পাবনার ৪টি ক্লাবের অংশ গ্রহনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলা ই য়াং স্টার চ্যাম্পি য়ন ও পিসিডিসি রানার্স আপ হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রিকেট দলের কোচ শেখ সাদি, সালফি আল ফাত্তা, সাবেক জাতীয ফুটবলার শমসের প্রমূখ।
প্রতিযোগীতায় ৪টি দলে ৬০ খেলোার অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।