নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার জু সাং লি’র অধীনে তায়কোয়ানদো ক্রীড়ার উচ্চতর প্রশিক্ষণ ২০২৪ সমাপ্ত হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন কর্তৃক অনুমোদিত রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাত দিনব্যাপি প্রশিক্ষণ উপশহর এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজ মাঠে সমাপ্তি হয়। এতে প্রধান অতিথি ছিলেন,রাজশাহী তায়কোয়ানদো দোজাং রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারন সামপাদক মোজাফফর হোসেন বুলু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,আন্তর্জাতিক কোরিয়ান কোচ কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ৮ম ড্যান, দক্ষিণ কোরিয়া মাস্টার জু সাং লি,ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মোসা. শাহনাজ পারভীন,ড. মো. একরামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার – জু সাং লি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন রাজশাহীকে কেন্দ্র করে অসাধারণ তায়কোয়ানদো উন্নয়ন পরিকল্পনা শুরু করেছে বলে আমি আজ রাজশাহীতে এসেছি এবং আপনাদের প্রশিক্ষণ দিয়েছি। আমি চাই বাংলাদেশের তায়কোয়ানদো খেলোয়াড়রা বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন ও পদক জয় এর মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনুক। অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এছাড়াও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর ১৫০ এর ও বেশি প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। উল্লখ্যে,কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার জু সাং লি এর অধীনে তায়কোয়ানদো ক্রীড়ার উচ্চতর প্রশিক্ষণ শুরু হয় ১৫ ডিসেম্বর এবং (২২ ডিসেম্বর) রোববার দুপুরে শেষ হয়।#