মানুষ হিসাবে সালমান খুবই আন্তরিক: অর্জুন

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান একটা সময়ে কোনো কিছুর তোয়াক্কা করতেন না । তার সঙ্গে কেউ কোনো ঝামেলায় জড়াতেই ভয় পেতেন। বন্ধু হিসাবে যেমন সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন। শত্রুতাও নাকি ভালোই করতে জানেন। ভাইজানকে চটালে তিনি নাকি ছেড়ে কথাও বলেন না। এমনকি শুধু মুখের কথায়ও কাউকে শায়েস্তা করতে নাকি তিনি সিদ্ধহস্ত।— এমন অনেক কাহিনিই কথিত রয়েছে বলি ইন্ডাস্ট্রিতে। তবে এ বিষয়ে একমত নন অভিনেতা অর্জুন কাপুর।

সবটা মানতে নারাজ অর্জুন। অভিনেতা বলেন, মানুষ হিসাবে সালমান খান খুবই আন্তরিক। বলিউডে অনেকেই সালমানকে ‘মস্তান’ও মনে করেন। কিন্তু অর্জুন একেবারেই সমর্থন করেন না। তিনি বলেন, মানুষটার মধ্যে সত্যিই আন্তরিকতা রয়েছে। তবে হ্যাঁ, প্রথম বা দ্বিতীয় সাক্ষাতে সেটি না-ও মনে হতে পারে। কিন্তু সেই আন্তরিকতা আপনাকেই আদায় করে নিতে হবে। একটু সময় দিতে হবে।

সালমান সম্পর্কে অর্জুন আরও বলেন, সারা বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সালমান। আমি কখনো দেখিনি ওকে নিজের ওপর থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে। কোনো পরিবর্তন হয়নি ওর। একই রকম রয়ে গেছেন তিনি। কিন্তু সালমান খুব শক্তিশালী মনের মানুষ।

ক্যামেরার পেছনে থাকার পরিকল্পনাই ছিল অর্জুনের। সালমানের সঙ্গে যখন অর্জুনের প্রথম দেখা হয়, তখন তিনি সহপরিচালক হিসাবে কাজ করেন। অর্জুনকে দেখেই সালমান ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন। তার পরেই ওজন ঝরানো শুরু করেন অর্জুন।

২০১২ সালে অর্জুনের প্রথম অভিনয়। ‘ইশকজাদে’ ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা। তাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে। এ ছবিতে খলচরিত্রে দেখা গেছে তাকে।