বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

সম্প্রতি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে টেস্ট সিরিজ খেলতে মাঠে নামছে ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখছে দেশটি।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজ। প্রথম টেস্টে সিনিয়র সব ক্রিকেটারকে দলে রেখেছে ভারত। দ্বিতীয় টেস্টেও শক্তিশালী দল হবে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে শুভমান গিল থাকছেন না এটা অনেকটাই নিশ্চিত। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজসহ আরও কয়েকজন ক্রিকেটারেরও সিরিজ মিস হওয়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি অনুযায়ী এখানে ঋষভ পান্তের নামটাও যুক্ত হতে পারে।

কারণ হিসেবে ওই সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের পরই নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ। যা এই আসরের ফাইনাল খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরই অস্ট্রেলিয়ায় আছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। টেস্টের এই লম্বা সূচি বিবেচনা করেই শুভমান গিলসহ ক্রিকেটারদের বিশ্রামে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *