চট্টগ্রাম-কক্সবাজার রুটে আরও দুটি ট্রেন চালুর প্রস্তাব

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ। বর্তমানে এ দুটি নগরীর মধ্যে ‘ঈদ স্পেশাল’ ট্রেন নামে একটি বিশেষ ট্রেন দিনে দুই বার চলাচল করছে। এই ট্রেনের ট্রিপ সংখ্যা দিনে দুই বারের পরিবর্তে চার বার যাতায়াতের অনুমতি চাওয়া হয়েছে। এ প্রস্তাব গৃহীত হলে যাত্রীদের বর্ধিত চাহিদা মেটানোর পাশাপাশি রেলের আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ১১ ডিসেম্বর পূর্ব রেলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম রেলওয়ে মহাপরিচালককে এই প্রস্তাব জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। এই ট্রেন স্থায়ীভাবে পরিচালনার জন্য কক্সবাজার ও আশপাশের এলাকার সামাজিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি আরও এক জোড়া ট্রেন যোগ করে এখন দুই জোড়া ট্রেন পরিচালনার প্রস্তাব করা হলো।

নতুন প্রস্তাব অনুযায়ী, প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ১০টায়। একই ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার রেলস্টেশন ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা সোয়া ২টায়। চট্টগ্রাম থেকে আবার বেলা পৌনে ৩টায় কক্সবাজারের উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করে কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় আবার ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ১০টায়।