নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নিখোঁজের একদিন পর নয়ন হোসেন নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশে এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ভ্যানচালকের বাড়ি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামে। তার বাবার নাম আফাজ উদ্দিন। পুলিশ জানায়, শনিবার দুপুরে লোকজন মচমইল রাজবাড়ির পাশের এক পুকুরে এক যুবকের ভাসামান লাশ দেখতে পায়। এবং লোকজন ভ্যানচালক নয়নের লাশ সনাক্ত করে। পরে বাগমারা থানায় খবর দেওয়া হলে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে নয়নের লাশ উদ্ধার করে। নিহত নয়নের স্ত্রী রাণী খাতুন জানান, তাঁর স্বামী পেশায় একজন ভ্যানচালক। গতকাল শুক্রবার তার স্বামী ভ্যানটি বিক্রি করেন। রাতে আর বাড়িতে ফিরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজেও পাননি। শনিবার দুপুরে এলাকার লোকজন পুকুরে গোসল করতে গিয়ে ভাসমান লাশটি দেখতে পান। কীভাবে তার স্বামীর মৃত্যু হয়েছে তা বলতে পারছেন না। নয়ন হোসেন নেশাগ্রস্ত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবিষয়ে বাগমারা থানার (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁচেছ লাশ উদ্ধার উদ্ধার করেছে। এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।