বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের শীতবস্ত্র বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে মেরুরচর ইউনিয়নের টুপকারচর সর্দারপাড়া গ্রামে বিভিন্ন ইউনিয়নের ৬ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর অধ্যাপক ডা. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদের সঞ্চালনায় এবং সভাপতি মওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হামিদ, যুগ্ন আহবায়ক বজলুর রশিদ, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মওলানা সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেকুর রহমান পরান, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল এর প্রতিনিধি গোলাম সরোয়ার, কবি সুলতানুল আরেফিন আদিত্য।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম মওলানা আবদুল আউয়াল।