সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পুটিগারা নামক স্থানে শনিবার বিকাল ৪ টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানের যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন।
জানা যায় পাবনা থেকে ছেড়ে আসা হাসান পরিবহন উক্ত স্থানে অটোভ্যানে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুলের স্ত্রী রত্না খাতুন (৪০) নিহত হয়। অপর যাত্রী পুটিগারা গ্রামের মুছাব খার ছেলে কালু খা ও ভ্যান চালক মুমুর্ষাবস্থায় পাবনা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বাস আটক করা হয়েছে। চালক, হেলপার পলাতক। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।