ওসমান গনি,বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে পাবনা- ১ (বেড়া – সাঁথিয়া ) নির্বাচনী এলাকায় বিএনপি – জামায়াত ও অন্যান্য দল থেকে সংসদ সদস্য পদের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থিত নেতা-কর্মীরা হতাশা ব্যক্ত করেছেন।
বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যাঁরা সম্ভাব্যপ্রার্থী হিসেবে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় প্রচার – প্রচারণা ও গণ সংযোগ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন তারা অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে সব সম্ভাব্য প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন বলে দলীয় অনেক নেতা কর্মীরা জানিয়েছেন। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা মনে করেছিলেন দুই, চার, ছয় ঊর্ধ্বে এক বছরের মধ্যে এ সরকার জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ দিবেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন , জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরের দিন ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর প্রেস সচিবের বক্তব্যে পাবনা – ১ আসনে যাঁরা সম্ভাব্য সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য প্রচার-প্রচারণা গণসংযোগ ও দৌড়ঝাঁপ শুরু করেছিলেন তারা থমকে গেছেন এবং হতাশায় ভুগছেন। এ বিষয়ে পাবনা- ১ আসন থেকে বিএনপি’র সম্ভাব্যপ্রাথীর্ জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির লাইফ সদস্য ডা.মীর মো. শফিকুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর প্রেস সচিব নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা ( বিএনপি) কোনো প্রকার হতাশ হয়নি। তিনি বলেন, এ সরকার যত তাড়াতাড়ি নির্বাচন দেবে তাতে তাদেরই বেশি সুনাম অর্জন হবে। তিনি আরও বলেন, সারাদেশে আমাদের দলের কমিটি নতুন করে কাউন্সিল দরকার এজন্য সময় লাগবে । তারপর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এখনো যেসব মামলা আছে সবগুলো প্রত্যাহারের পর তিনি দেশে আসবেন। আমরা তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। আশা করি দলের দুর্দিনে যেসব নেতাকর্মী দলের কাজ করেছেন সেই সব ত্যাগী নেতাদেরকেই দল মূল্যায়ন করবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ ( বেড়া- সাঁথিয়া) আসন থেকে এরই মধ্যে বিএনপি-জামায়াত থেকে প্রায় ডজন খানেক সম্ভাব্যপ্রার্থীর নাম শোনা যাচ্ছে।