অনাবিল ডেস্ক ::
স্মৃতির পাতায় থাকলেও ভক্ত-অনুরাগীদের মনে এখনো উজ্জ্বল বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী কারিনা কাপুরের ‘জব উই মেট’। ফের একবার নিজেদের অজান্তেই কাছাকাছি এসে পড়লেন একসময়ের এ তারকা জুটি।
বলিপাড়ায় তখন শাহিদ-কারিনার প্রেম ছিল অন্যতম চর্চার বিষয়। একে অপরকে চোখে চোখে রাখতেন। উতলে পড়া প্রেমসম্পর্ক সাতপাকে বাঁধা পড়ারও কথা ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। নানা কারণে ভেঙে যায় তাদের সেই আলোচিত প্রেম।
তবে সেসবই এখন অতীত। বহু পুরোনো কথা। বর্তমানে শাহিদ কাপুর ও কারিনা দুজনেই যে যার ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি। তবু এখনো ভক্ত-অনুরাগীদের মনে বারবার ফিরে আসে তাদের পুরোনো সেই প্রেমের উপাখ্যান।
বিচ্ছেদের আগে জুটি হিসাবে শাহিদ ও কারিনার শেষ ছবি ‘জব উই মেট’। জানা গেছে, এই ছবির শুটিং চলাকালীনই নাকি প্রেমসম্পর্ক ভেঙে যায়। তবে প্রেম ভাঙলেও সেই ছবি ছিল ব্লকবাস্টার। এখনো সেই ছবি দর্শকদের মন ছুঁয়ে আছে। মাঝে মধ্যে তাই আদিত্য (শাহিদ)-গীত (কারিনা)-এর নানান দৃশ্য ও গান চর্চার বিষয় হয়ে যায়।
বিচ্ছেদের বহু বছর পর ১৯ ডিসেম্বর হঠাৎ নিজেদের অজান্তেই ‘জব উই মেট’-এর স্মৃতি ফেরালেন পুরোনো এই জুটি। কিন্তু কীভাবে?
ঘটনাচক্র শাহিদ-মীরার দুই ছেলেমেয়ে আর কারিনা-সাইফ আলি খানের দুই সন্তান একই স্কুলে পড়ে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ছেলেমেয়েদের স্কুলের অনুষ্ঠানে যে যার বর্তমান জীবনসঙ্গীকে নিয়ে উপস্থিত শাহিদ-কারিনা। সেখানেই কারিনা তার একপাশে স্বামী সাইফ, অন্য পাশে বন্ধু করণ জোহরকে নিয়ে বসেছিলেন। তার ঠিক পেছনের সারিতেই কোনাকুনিভাবে বসেছিলেন শাহিদ কাপুর। তার পাশে ছিলেন স্ত্রী মীরা। নিমেষে লেন্সবন্দি হয় তাদের ছবি। আর সেই ছবিগুলোই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে আরও একবার ‘জব উই মেট’-এর স্মৃতিতে ভেসেছেন ভক্ত-অনুরাগীরা। শাহিদ-কারিনাকে এত কাছাকাছি দেখে তারা যেন নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছেন না।
এমন দৃশ্য দেখে নেটদুনিয়ায় তাই কমেন্টের বন্যা বয়ে গেছে। এক নেটিজেন আবেগতাড়িত হয়ে লিখেছেন— আবার ‘জব উই মেট’। আরেক নেটিজেন লিখেছেন— অন্য এক মহাবিশ্বে আমরা আরও একবার ‘জব উই মেট’ দেখছি। আমরা আরও একবার আমাদের হৃদয়ের সেই জব উই মেটকে ফিরে পেলাম। কেউ আবার আবেগে ভেসে লিখেছেন— আরও একবার গীত-আদিত্য একসঙ্গে। আম্বানিরা এটাও করে দেখাল— ওয়াও আমার হৃদয়ের সেই ‘জব উই মেট’।
সোশ্যালে উঠে আসা ভিডিও ক্লিপে তৈমুর যখন স্টেজে উঠে পারফর্ম করছিল, তখন কারিনাকে ছেলের সেই নাচ মোবাইল বন্দি করতে দেখা গেল। আবার কখনো উচ্ছ্বসিত হয়ে হাত নাড়তে দেখা গেল তাকে। আর সেই মুহূর্তটিতে যেন আরও বেশি করে তার মধ্যে ‘গীত’কে খুঁজে পেয়েছেন অনুরাগীরা। শাহিদও অবশ্য মুগ্ধ হয়ে সাবেকের ছেলের নাচ দেখছিলেন।